আমাদের ভুলতে হয়,
সময় আমাদের ভুলিয়ে দেয়।
যে ফোন নাম্বারটা মোবাইলের ফোনবুক এ যত্ন করে রাখা হত, মস্তিষ্কের প্রতিটা ফিতায় ছিল যে নাম্বারটার প্রতিচ্ছবি,
নতুন মোবাইটাতে সেই নাম্বারটার জায়গা হয়নি, সময়ের ব্যাধানে জং ধরেছে স্মৃতির ফিতায়।
যে মানুষগুলো ছিল প্রতিদিনের ভাললাগা, কথা বলার, আড্ডার সঙ্গী,
সময়ের পালাবদলে সেই মানুষগুলো, সেই আড্ডার জায়গা সব ভুলে গেছি।
কখনো কোন অবসরে যদি সেই সময়, সেই মানুষ গুলো স্মৃতিতে প্রতিফলন হয়,
তখন বর্তমান সময়ের দৌরাত্যে তা মস্তিষ্কে বেশিক্ষন ঠাই নিতে পারেনা।
হয়তো আজকের সকল স্মৃতি, সকল ভাললাগা, ভালথাকা সময়ের পরিবর্তনে আমাদের ভুলিয়ে দিবে।
আবার সেই সময়টাকেও আরেকটা সময় এসে সরিয়ে দিবে।
এমন করে পৃথিবীও একদিন আমাকে, তোমাকে, আপনাকে ভুলে যাবে।
সবকিছু ভুলে যাব, কিযে ভুলে গেছি সেটাও ভুলে যাব।।
- ইমরান ইভান
সময় আমাদের ভুলিয়ে দেয়।
যে ফোন নাম্বারটা মোবাইলের ফোনবুক এ যত্ন করে রাখা হত, মস্তিষ্কের প্রতিটা ফিতায় ছিল যে নাম্বারটার প্রতিচ্ছবি,
নতুন মোবাইটাতে সেই নাম্বারটার জায়গা হয়নি, সময়ের ব্যাধানে জং ধরেছে স্মৃতির ফিতায়।
যে মানুষগুলো ছিল প্রতিদিনের ভাললাগা, কথা বলার, আড্ডার সঙ্গী,
সময়ের পালাবদলে সেই মানুষগুলো, সেই আড্ডার জায়গা সব ভুলে গেছি।
কখনো কোন অবসরে যদি সেই সময়, সেই মানুষ গুলো স্মৃতিতে প্রতিফলন হয়,
তখন বর্তমান সময়ের দৌরাত্যে তা মস্তিষ্কে বেশিক্ষন ঠাই নিতে পারেনা।
হয়তো আজকের সকল স্মৃতি, সকল ভাললাগা, ভালথাকা সময়ের পরিবর্তনে আমাদের ভুলিয়ে দিবে।
আবার সেই সময়টাকেও আরেকটা সময় এসে সরিয়ে দিবে।
এমন করে পৃথিবীও একদিন আমাকে, তোমাকে, আপনাকে ভুলে যাবে।
সবকিছু ভুলে যাব, কিযে ভুলে গেছি সেটাও ভুলে যাব।।
- ইমরান ইভান
0 মন্তব্যসমূহ