শিয়াল ও আঙ্গুর ফল
একদিন এক ক্ষুধার্ত শেয়াল জঙ্গলে ঘুরতে ঘুরতে দেখতে পেলো গাছের ডাল বেয়ে আঙ্গুরের লতা উপরে উঠে গেছে। আর সেখান থেকে থোকা থোকা পাকা পাকা আঙ্গুর ঝুলছে। পাকা আঙ্গুর দেখে ক্ষুদার্ত শেয়ালের জিভে জল এলো। সেই আঙুর খেয়েই পেট ভরাবে বলে শেয়ালটি মনস্থির করল। সে লাফিয়ে লাফিয়ে ঐ পাকা আঙ্গুর খাওয়ার চেষ্টা করতে লাগলো। কিন্তু আঙ্গুরের থোকাগুলি গাছের অনেক উপরে থাকায় সে কিছুতেই নাগাল পেল না। শিয়ালটি অনেকক্ষন চেষ্টা করেও কিছুতেই আঙ্গুর খেতে না পেরে হতাশ হয়ে পড়লো। আঙ্গুর না খেয়েই অবশেষে সে সেই স্থান ছেড়ে চলে গেল এবং ব্যর্থ হয়ে ফেরার পথে যেতে যেতে শিয়ালটি বলতে লাগল -“আঙুর ফল টক; এসব আমি খাই না।"
নীতিকথাঃ নিজের অযোগ্যতা ঢাকার জন্য পরনিন্দা করা অনুচিত।

0 মন্তব্যসমূহ