মানুষের মন এক রহস্যময় জায়গা


কার মনে কি বাস করছে তা কেউ বলতে পারেনা।
যে মানুষটা আপনার সাথে হেসে অকপটে কথা বলছে,
তার হৃদয়ে বয়ে যাচ্ছে এক সমুদ্র ঢেউ।
চোখের জলে যে আপনার হৃদয় ভেজাচ্ছে তার মনে দানবের অট্টহাসি।
আপনার বিছানায় যে মানুষটি দেহ দোলাচ্ছে তার মন পড়ে আছে অন্য কারো বিছানায়।
যে শোনায় ভালোবাসার বানী, তার মনে বাজে বিষের বাঁশি।
যে বলছে ঘৃনা করি, তার মনে যত্ন করে সাজিয়ে রেখেছে ভালোবাসার অর্ঘ।
মানুষের মন এক রহস্যময় জায়গা।
সেখানে পৌছুবার সাধ্য কারো নেই।।

©ইমরান ইভান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ