অভিমানের দারোয়ান
- ইমরান ইভান
এখানে অভিমান জমাট বাঁধে মেঘের মতন,
দুটানায় পড়ে আছে আঙ্গুলের গুনন।
ইচ্ছেরা মনের ঘরে ঘুরছে দ্বিধায়,
এই ভাবে দূরে থাকি এই কাছে যায়।
ফিরছেনা ফিরবে বলেও সেই চেনা ঠিকানায়,
অভিমানের দারোয়ান দাড়ানো মনের দরজায়।
ইচ্ছেরা মনের ঘরে ঘুরছে দ্বিধায়,
এই ভাবে দূরে থাকি এই কাছে যায়।
ফিরছেনা ফিরবে বলেও সেই চেনা ঠিকানায়,
অভিমানের দারোয়ান দাড়ানো মনের দরজায়।
প্রশ্নেরা বলে সে কেনো ডাকেনা,
এ মনের উত্তর দেওয়া হয়না।
সকলেই ভেবে যাই নিজের মত,
আমি কেনো আগে ডেকে হব অবনত।
এভাবেই অভিমানে দূরে সরে থাকি,
তাকে হারাতে গিয়ে নিজেকে দেই ফাঁকি।
ভাঙ্গে ভুল, ভাঙ্গে রাগ, ভাঙ্গেনা অভিমান,
হাতছানি দিয়ে ডাকে পুরনো সেই টান।
তবুও বলা হয়না তোমাকে ছাড়া ভালো নেই,
জীবন কাটাতে চাই তোমাকে নিয়েই।
অভিমানী প্রাণী আমরা ভীষণ অভিমানী,
অভিমানে লেখা হয় কত হারানো গল্পের কাহিনী।
0 মন্তব্যসমূহ