Poraner Gohin Vetor-4 Syed Shamsul Haque

বাংলা সাহিত্যের সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক "পরানের গহীন ভিতর" কাব্যগ্রন্থটিতে মধ্যবিত্তের প্রেম-বিরহ, পরিবার-সংসার আবহমান গ্রাম-বাংলা জীবনচিত্র অসাধারণ ভাবে ফুটিয়ে তোলেছেন।
১৯৮০ সালে প্রকাশিত এই গ্রন্থের সবচেয়ে জনপ্রিয় কপবিতা হলো পরানের গহীন ভিতর - ৪।
কাব্যগ্রন্থটিতে পরানের গহীন ভিতর - (১,২,৩...) নামে মোট ১২ টি কবিতা আছে।

বাংলা সাহিত্যের সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক "পরানের গহীন ভিতর" কাব্যগ্রন্থটিতে মধ্যবিত্তের প্রেম-বিরহ, পরিবার-সংসার আবহমান গ্রাম-বাংলা জীবনচিত্র অসাধারণ ভাবে ফুটিয়ে তোলেছেন। ১৯৮০ সালে প্রকাশিত এই গ্রন্থের সবচেয়ে জনপ্রিয় কপবিতা হলো পরানের গহীন ভিতর - ৪। কাব্যগ্রন্থটিতে পরানের গহীন ভিতর - (১,২,৩...) নামে মোট ১২ টি কবিতা আছে।


পরানের গহীন ভিতর (৪) - সৈয়দ শামসুল হক


আমি কার কাছে গিয়া জিগামু সে দুঃখ দ্যায় ক্যান;
ক্যান এত তপ্ত কথা কয়, ক্যান পাশ ফিরা শোয়,
ঘরের বিছন নিয়া ক্যান অন্য ধান খ্যাত রোয়?
অথচ বিয়ার আগে আমি তার আছিলাম ধ্যান।
আছিলাম ঘুমের ভিতরে তার য্যান জলপিপি;
বাশীঁর লহরে ডোবা পরানের ঘাসের ভিতরে
এখন শুকনা পাতা উঠানের পরে খেলা করে,
এখন সংসার ভরা ইন্দুরের বড় বড় ঢিপি।  
মানুষ এমন ভাবে বদলায়া যায়, ক্যান যায়?
পুন্নিমার চান হয় অমাবস্যা কিভাবে আবার?
সাধের পিনিস ক্যান রঙচটা রদ্দুরে শুকায়?
সিন্দুরমতির মেলা হয় ক্যান বিরান পাথার
মানুষ এমন তয়,একবার পাইবার পর;
নিতান্ত মাটির মনে হয় তার সোনার মোহর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ