Ekdin - Imtiaz Mahmud
একদিন সব অবহেলা দ্বিগুণ করে ফিরিয়ে দেব।
সব দাঁড়িয়ে থাকা। চেয়ার থাকতেও বসতে না বলা- ফিরিয়ে দেব।
ঐদিন আমিও খুব ভ্রু কুঁচকে তাকাব। এমন ভাব দেখাব যে কোন
কথাই শুনছি না। যেন আমার সময় নাই। আমি এসকল ব্যস্ততা ফিরিয়ে
দেব। সব অবহেলা দ্বিগুণ করে। একদিন আর কোথাও যাব না।
আমার কবরের পাশ দিয়ে তুমি হেঁটে যাবে ঠিকই।
আমি ফিরেও তাকাবনা।
সব দাঁড়িয়ে থাকা। চেয়ার থাকতেও বসতে না বলা- ফিরিয়ে দেব।
ঐদিন আমিও খুব ভ্রু কুঁচকে তাকাব। এমন ভাব দেখাব যে কোন
কথাই শুনছি না। যেন আমার সময় নাই। আমি এসকল ব্যস্ততা ফিরিয়ে
দেব। সব অবহেলা দ্বিগুণ করে। একদিন আর কোথাও যাব না।
আমার কবরের পাশ দিয়ে তুমি হেঁটে যাবে ঠিকই।
আমি ফিরেও তাকাবনা।
0 মন্তব্যসমূহ