পারিব না – কালীপ্রসন্ন ঘোষ

Paribona - Kaliprasanna Ghosh

Paribona - Kaliprasanna Ghosh



'পারিবো না' এ কথাটি বলিও না আর,
কেন পারিবে না তাহা ভাবো একবার।
পাঁচজনে পারে যাহা,
তুমিও পারিবে তাহা,
পারো কি না পারো করো যতন আবার
একবার না পারিলে দেখো শতবার।

পারিবে না বলে মুখ করিও না ভার,
ও কথাটি মুখে যেন না শুনি তোমার।
অলস অবোধ যারা
কিছুই পারে না তারা,
তোমায় তো দেখি নাকো তাদের আকার
তবে কেন 'পারিবো না' বলো বারবার?

জলে না-নামিলে কেহ শিখে না সাঁতার,
হাঁটিতে শিখে না কেহ না-খেয়ে আছাড়।
সাঁতার শিখিতে হলে
আগে তবে নামো জলে,
আছাড়ে করিয়া হেলা 'হাঁট' আর বার;
পারিবো বলিয়া সুখে হও আগুসার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ