একেই বুঝি মানুষ বলে - সৈয়দ শামসুল হক

 Ekei Bujhi Manush Bole - Sayed Shamsul Haque 

Ekei Bujhi Manush Bole - Sayed Shamsul Haque


নষ্ট জলে পা ধুয়েছো এখন উপায় কি?  
আচ্ছাদিত বুকের বোঁটা চুমোয় কেটেছি।  
কথার কোলে ইচ্ছেগুলো বাৎসায়নের রতি,  
মানে এবং অন্য মানে দুটোই জেনেছি।  
নষ্ট জলে ধুইয়ে দেবে কখন আমার গা,  
তোমার দিকে হাঁটবে কখন আমার দুটো পা?  
সেই দিকে মন পড়েই আছে, দিন তো হলো শেষ;  
তোমার মধ্যে পবিত্রতার একটি মহাদেশ  
এবং এক জলের ধারা দেখতে পেয়েছি-  
একেই বুঝি মানুষ বলে, ভালোবেসেছি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ