ইমরান ইভান |
চলো পালাই
- ইমরান ইভান
এই ধূলোর শহর, শব্দ কোলাহল
আযাচিত বিজ্ঞাপন, অনুষ্ঠানমালা,
বারান্দায় ঘুম নেই, অপেক্ষায় মুঠোফোন
বায়ুশূন্য ফুসফুস, বন্ধ জানালা।
ড্রয়িং টেবিল, সাজানো ম্যাগাজিন
তরলে গরলে ভরা পানির গেলাস,
রিমঝিম ঝাড়বাতি, প্রাণহীন ফুল
সুনিপুণ অভিনয়, গানের কোরাস।
সিমেন্টের প্রলেপ মাখা হৃদপিণ্ড
নিয়মের হাসি, কর্পোরেট মুখ,
ভয় ভয় বিশ্বাস, আশার দীর্ঘশ্বাস
ধূয়া ধূয়া স্বপ্ন, নিয়নের চোখ।
এইসব ঝিরঝির ছবি ছেড়ে
চলো পালাই।
চেতনার ভাগারে কাঁদে নবাগত শিশু
দেহের প্রলোভনে রঙ্গিলা ফাঁদ,
বুকের খোসা খোলে বাদামের বীজ
সুশীল মুক্তমনা মৌলবাদ।
কোম্পানির প্রচারের স্বার্থে, হকারের বুলি
সাপের খেলা যাদুটুনা বান,
লোকার বাসের ভীর, বায়ে প্লাস্টিক
পায়ে ভরা ফুটপাত, পকেট সাবধান।
অধিকার আন্দোলন হরতাল সমাবেশ
কমিউনিটি, কমিউনিস্ট, জয়, জিন্দাবাদ,
মিছিলে মিছিলে স্লোগান, ফাঁকা দেশপ্রেম
ক্ষুধার্ত থালা বাসন, আর্তনাদ প্রতিবাদ।
কুকুর কাঁকে কাড়াকাড়ি, পাগলের প্রলাপ
আইনের মারপ্যাঁচ কাদা ছুড়াছুঁড়ি,
আত্মতৃপ্তি আত্মদান লোক দেখানো ত্রান
কাউন্টারে বিঁধে আছে বুলেট আড়াআড়ি।
এইসব ছেড়েছুড়ে
চলো পালাই।
ফ্রিজে রাখা অভিমান কোমল পানীয়
বাতাসে নিকোটিন মস্তিষ্কে ক্ষত,
অসার অনুভূতি অসময়ে ডাকে
স্টেশন ছাড়ে ট্রেন প্রেমিকার মত।
স্মৃতিসৌধে চাপা অতিত বর্তমান
ভবিষ্যৎ অনির্মিত প্রস্তাবিত সেতু,
পাতা ঝরে ঘাম বৃষ্টি কোয়াশা কাশফুল
বারবার ঘুরে আসে একই ষড়ঋতু।
স্মৃতির গন্ধ ছেড়ে
চলো পালাই।
অস্বস্তি অশান্তি হতাশা হাহাকার,
যাপিত জীবন যাতনার কারাগার।
সময় নেই হাতে কারো নষ্ট হাত ঘড়ি,
হারিয়ে যেতে চাই অজানায় বাড়ি।
সবাই পালাতে চায় কোথাও না কোথাও,
যদিও জানেনা কেউ পালাবে কোথায়।
এইসব দ্বিধা ছেড়ে
চলো পালাই।
0 মন্তব্যসমূহ