Best Friend

 Best  Friend মানে…
যার কাছে নির্দ্বিধায় মন খুলে সবকিছু শেয়ার করা যায়।
Best  Friend মানে…
পথ চলার সাথী।
Best  Friend মানে…
একজন আরেকজনের অক্সিজেন।
Best  Friend মানে…
যে বিপদে কাঁধে হাত রেখে বলে কোন চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে।
Best  Friend মানে…
দুনিয়া গোল্লায় যাক তবুও আমাদের বন্ধুত্ব টিকে থাকবে।
Best  Friend মানে…
রাগ করলে বত্রিশটা দাঁত বের করে বলবে দোস্ত বাদ দেনা।
Best  Friend মানে…
প্রতিমুহূর্তে গালি দিয়ে কথা বলা আর এই গালির মাঝেই লুকিয়ে থাকে ভালোবাসা।
Best  Friend মানে…
তোকে মারবো, কাটবো, আবার ভালোও বাসবো।
Best  Friend মানে…
যে বলবে দোস্ত তুই একা একা এতো বেশি খেতে পারবিনা, দে তোকে হেল্প করি।
Best  Friend মানে…
যে বিশাল বাঁশ দিয়েও এমন একটা ভাব করবে যেন সে কিছুই করেনি এটা তার জন্মগত অধিকার।
Best  Friend মানে…
যে আমার আজাইরা বকবক গুলোও ঘণ্টার পর ঘণ্টা মনোযোগ দিয়ে শোনবে।
Best  Friend মানে…
তোকে ছাড়া আমাকে এতিম এতিম লাগে।
Best  Friend মানে…
কলিজার টুকরা ভাই/বোন।
Best  Friend মানে…
আড়ালে হাজার শাসন করিস কিন্তু যতই অন্যায় করিনা কেনো কারো সামনে কখনো ছোট করিস না।
Best  Friend মানে…
মেন্টাল একটা বন্ধু, যে আমাকে সারপ্রাইসড করার জন্য পাগলের কাণ্ডকারখানা করে।
দোস্ত কখনো বলা হয়ে উঠেনা অনেক ভালোবাসি তোকে।
জানিনা কোন কপালে তোকে পেয়েছি।
সারাজীবন তোর Best Friend হয়ে থাকতে চাই…

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ