Amra Here Jai Egor Kache

আমরা হেরে যাই ইগোর কাছে
Amra Here Jai Egor Kache


চোখের সামনে দিয়ে যখন প্রিয় মানুষটা চলে যায়।
তখন তার হাতটি ধরে খুব বলতে ইচ্ছে হয় যেওনা প্লীজ।
তোমার সাথে পুরোটা জীবন কাটাতে চাই।
তবুও বলা হয়ে উঠে না। অভিমানে ভাবি সে কেনো আমাকে বোঝেনা? আমরা চাই সে নিজ থেকে ফিরে আসুক।
সে মানুষটাও ফিরে  আসতে চায়। জড়িয়ে ধরে বলতে চায় কোথায় যাবো তোমায় ছেড়ে! তোমার সাথেইতো এই জীবন বন্ধী।
তারও বলা হয়ে উঠেনা। অদৃশ্য অভিমান বাধা দেয় তাকে।
সেও চায় প্রিয় মানুষটি তার সামনে এসে দাড়াক। তাকে বলোক "কোথায় যাচ্ছ আমায় ছেড়ে? ফিরে এসো।
দুজনে এক হয়েছি চলে যাবার জন্যতো নয়।একসাথে সারাটা জীবন কাটানোর জন্য।"
কারোরই কিছু বলা হয়ে উঠে না।
আমরা আটকায় না সেও ফিরে আসেনা।
সে চলে যায় এক পৃথিবী দুঃখ নিয়ে।
আমরা বেঁচে থাকি এক জীবন কষ্ট নিয়ে
তবুও আমরা কেউ কিছু বলিনা। আমরা হেরে যাই ইগুর কাছে এই ভেবে যে কেনো আমি তার কাছে ছোট হব।
কিন্তু কখনো কি ভেবেছি এই তুচ্ছ ইগুকে বড় করতে গিয়ে আমরা ছোট করে ফেলি আমাদের অমূল্য ভালোবাসাকে।
ভালোবাসার মানুষটাকে কখনো হারিয়ে যেতে দিওনা।
যে কোন কিছুর মুল্যে হলেও তার হাতটি ধরে রাখ ভালোবাসার শক্তি দিয়ে।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ