Probas Jibon - Probashider Kosto

প্রবাস জীবন। প্রবাসীদের আত্মকথা




এটা প্রবাসীদের গল্প। প্রবাস জীবনের গল্প। প্রবাসী ভাই-বোনদের সুখ-দুঃখের গল্প।
একজন প্রবাসী মানে স্বার্থহীনতা, একজন প্রবাসী মানে উদারতা।
একজন প্রবাসী মানে যার নিজের কোন চাওয়া নেই, যার নিজের কোন শখ নেই।
একজন প্রবাসী মানে যান কোন ক্লান্তি নেই, যার কোন বিশ্রাম নেই।
একজন প্রবাসী মানে যার নিজের জন্য কোন ভাবনা নেই, যে শত কাজের মাঝেও শুধুমাত্র দেশে থাকা প্রিয়জনদের কথা ভাবে।
একজন প্রবাসী মানে ৫ বছর আগে দেশ থেকে নিয়ে আসা কাপড় পড়ে দিন-রাত খেটে প্রিয়জনদের জন্য নতুন কাপড়ের ব্যাবস্থা করে।
একজন প্রবাসী মানে যে চিন্তা করে আরেকটু বেশি ওভার টাইম করে দেশে যেন কিছু টাকা বেশি পাঠাতে পারে।
একজন প্রবাসী মানে নিজে একটা নরমাল মোবাইল ব্যবহার করে  প্রিয়জনদের জন্য তাদের পছন্দের স্মার্টফোন পাঠায়।
একজন প্রবাসী মানে দৈনিক ১৬-২০ ঘণ্টা কাজ করে এসে নিজের কাপড় নিজে ধুয়। নিজের রান্না নিজে করে খায়। এমনকি মাঝে মাঝে আগেরদিন রান্না করা বাসি খাবারও খায়।
একজন প্রবাসী মানে যে শত কষ্টের মাঝেও একটু বেঁচে থাকতে চায় শুধুমাত্র তার পরিবারের ঘানি টানার জন্য।
একজন প্রবাসী মানে অনেক কিছু।
একজন প্রবাসী মানে মহান।
সালাম ও শ্রদ্ধা জানাই সকল প্রবাসী ভাই-বোনদের যারা দিন-রাত হাড় ভাঙা পরিশ্রম করে শরীরের রক্ত ঘাম ঝরিয়ে বাবা-মা, ভাই-বোন, স্ত্রী-সন্তানদের মুখে হাসি ফোটাচ্ছে পাশাপাশি দেশের অর্থনীতির চাকা সচল রাখছে।
“প্রবাসীদের জয় হোক,
নিরাপদ ও সুখের হোক প্রবাসীদের জীবন”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ