![]() |
আঞ্চলিক ভাষার বিরহের কবিতা |
অজানা অচিনপুর
- ইমরান ইভান
তুমি যহন আরামে ঘুমাইতাছিলা,
তহন দেহি সব মাইনষে কান্দাকাটি করতাছে।
আমি একটুও কান্দি নাই, খালি তোমারে চাইয়া চাইয়া দেখছি।
দ্যাখতে দ্যাখতে মনে অইলো আমার চোখের মইধ্যে জোয়ার আইছে
মনে অইলো এই জোয়ার আমারে ভাসাইয়া লইয়া যাইতাছে অকূল দরিয়ায়
মনে অইলো এই দুনিয়াতে আমার কেউ নাই, কিচ্ছু নাই।
মানুষেরা তোমারে কোন্ এক অচিনপুরে রাইখ্যা আইলো,
এরপর থেইকা;
স্বপ্ন ছাড়া আর কোনদিন তোমারে দেহি নাই,
কল্পনা ছাড়া তোমার লগে আর কোন কথা অয় নাই
স্মৃতি ছাড়া আর কোনোখানে তোমার কোন খোঁজ পাই নাই।
তুমি কই আছো, কেমন আছো?
একটাবার তোমারে দ্যাখতে খুব মন চায়।
মাইনষে কয় তুমি নাকি আসমানের তারা অইয়া গ্যাছো।
প্রতি রাইতে আসমানের দিকে চাইয়া তোমারে কতো যে ডাহি
একটা তারাও কোন জবাব দেয় না,
আমার দিকে চাইয়া মিটমিটাইয়া হাসে।
কোন্ তারাডা তুমি?
আমারে ছাইড়া গিয়া, তারাদের লগে খুব আনন্দে আছো বুঝি?
তোমারে যে চিডি লেখুম, ঠিকানাডাও কইয়া যাও নাই,
হঠাৎ কইরাই হারাইয়া গ্যালা।
আইচ্ছা;
আসমানের ঠিকানায় চিডি লেখলে, এই চিডি কি তুমি পাইবা?
নইলে ঘুড্ডির সুতায়, বেলুনের গায়, কইতরের ঠুঁডে
চিডি পাডাইলে কি তোমার কাছে যাইবো?
পুরাডা দুনিয়া ঘুইরাও তোমার কোন ঠিকানা পাই না।
এমন মায়ার ফাঁকি দিয়া কই নিখোঁজ অইলা?
আমার পুরাডা জীবন জুইড়া হারানো বিজ্ঞপ্তি টানাইয়া রাখছি,
কেউ কোনদিন তোমার কোন খোঁজ দিতে পারে নাই।
একবার এক টিয়ারে জিগাইলাম; তুই কি আমার ময়নার খবর জানস?
টিয়াডা আমারে পাগল কইয়া মানুষের মতোন হাঁইটা চইলা গ্যালো।
যেমন মাইনষে কয়; তুমি যাওনের পর থেইকা আমি নাকি পাগল অইয়া গ্যাছি।
কাউরে বুঝাইতে পারি না ক্যান আমি এমন করি,
কাউরে বুঝাইতে পারি না আমার বুকের মইধ্যে শান্তি নাই,
কাউরে বুঝাইতে পারি না আমি আমার পৃথিবীডারে হারাইয়া ফেলছি।
দুনিয়াতে লক্ষ লক্ষ পশুপাখি, গাছপালা, মাছ-মানুষ আরও কত কি আছে।
কিন্তু একটা তুমি নাই!
তুমি ছাড়া এই দুনিয়াডারে বিরান বিরান লাগে।
তুমি যেইহানে আছো, হেই জায়গার খবর একটু পাইছি
সবাইরেই নাকি একদিন ঐ অজানা অচিনপুরে যাইতেই অইবো।
কবে আমি তোমার কাছে যামু?
প্রতিডা চোখ্যের পলকে পলকে অপেক্ষা করি।
৩০/১১/২০২১
মহাখালী,ঢাকা
0 মন্তব্যসমূহ