আনচান মন - ইমরান ইভান


Anchan Mon - Imran Ivan (Bangla Kobita)
আঞ্চলিক ভাষার রোম্যান্টিক কবিতা


আনচান মন

- ইমরান ইভান



বিকালবেলা উঠানে দাড়াইয়া পেয়ারা গাছটার দিকে চাইয়া দ্যাহি,

কি সুন্দর পেয়ারা ফুলগো!
পেয়ারা ফুলডা আমারে কয়; কি দ্যাহ এমন কইরা?
তাজ্জব ব্যাপার! পেয়ারা ফুলের কন্ঠে স্বয়ং তোমার কথার দরদ।
কি যে এক বিপদে পরছিগো, তোমারে দ্যাহনের পর থেইক্যা
মাথাডার মইধ্যে চরকি ঘুরে, চোখে জ্বলে তারাবাত্তি
কি এক আনচান অবস্থা।

রাইতে কি আর ঘুম আয়ে, আয়োতো তুমি!
ভোরবেলায় স্বপ্ন ভাঙলে দ্যাহি তোমার মুখটার মইধ্যে সূর্যডা হাসতাছে।
এমন কইরা একটা মানুষরে পাগল করন লাগে কও?
এমন কি তাবিজ করলা আমারে?
নাকি তুমি নিজেই একটা বশীকরণ তাবিজ?

তিতাসের পার ধইরা হাটি আর ভাবি
ভাবতে ভাবতে দ্যাহি, তুমি আমার হাত ধইরা কও;
কই যাও? বাড়ি চলো।
আমি অবাক চাইয়া তোমারে দ্যাহি, কিছুই কইনা।
ট্রলারের আওয়াজে হুশ আইলে টের পাই

হাতের মইধ্যে তোমাদের বাড়ির পেছনের বড় গাছটার ছোট্ট একটা ডালা।
তোমার বাড়ির পাশের মরা ডোবাডার শেওলার গন্ধে পরানডা জুড়ায়া যায়
তুমি কি এই ডোবার মইধ্যেই গোসল কর?
তোমাগো গরুগুলারে দেখলে বড় আদর করতে মন চায়,
যেমন আদর কইরা তুমি গরুগুলারে খড়-কুটা, মার-ঘাস খাওয়াও।

আমার বন্ধু-বান্ধব ছাইড়া তোমার বান্ধবীদের উঠানে উঠানে পইরা থাহি।
কহন তুমি এক্কাদোক্কা, বৌচি, গোল্লাছুট খেলতে আইবা।
তুমি জিত্তা গেলে আমার কি যে খুশি লাগে গো।
তুমি যখন তোমার বান্ধবীদের লইয়া বিলের মইধ্যে শাপলা তুলতে যাও,
তখন আমার খুব ইচ্ছা অয়, তোমার খোপার মইধ্যে একটা কলমি ফুল গুইজ্যা দেই
তারপর তোমারে নিয়া বিলের মইধ্যে নৌকা ভাসাইয়া
হারায়া যামু অকুল দরিয়ায়।

তুমিও কি রান্দনের সময়, চুল বান্দনের সময়
বান্ধবীদের লগে খেলতে গিয়া আড্ডার ফাঁকে

আমারে নিয়া এমন কইরা ভাবো?
কই কিছুতো কওনা?

তয়, ওইদিন যে তুমি আমার দিকে আড়ে আড়ে চাইয়া মুচকি হাসি দিছিলা

এইডা আমি টের পাইছি।

কিন্তু কি যে এক ডর কইলজার মইধ্যে ঘুরপাক খায়
তোমার সামনে গিয়া আর কইতে পারিনা যে,
তোমারে ভালবাসি।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ