কবিঃ ইমরান ইভান |
বিপরীতে
- ইমরান ইভান
বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে উঠা ভালোবাসা
মুহূর্তেই ভেঙ্গে পড়ে অবিশ্বাসে।
ইচ্ছেগুলো মিলে যায় বলে, যে সম্পর্কের শুরু
সেই সম্পর্ক শেষ হয় দুটি মনের অমিলে।
পুরোটা পথ পাড়ি দিবে বলে হাতটা ধরে
কিছুটা পথ না যেতেই হাতটা হয়ে যায় একা।
আমৃত্যু পাশে থাকার কথা ছিলো
ক্ষুদ্র জীবনের অর্ধেকটাও একসাথে কাটানো হয়নি।
এক ছাদের নীচের রঙিন স্বপ্নটা
একটা সময় বিলীন হয় একই আকাশের দুই বর্ণে।
স্বার্থহীনভাবে যারা হৃদয় সঁপেছিলো
তারা আজ ফিরে গেছে কোন স্বার্থে?
সুখের সঙ্গী হয়ে যার আগমন
সে চলে যায় দুঃখের খোরাক হয়ে।
যাকে ছাড়া ছিলো বাঁচা অনিশ্চিত
তাকে ছাড়াই জন্ম নিচ্ছে নতুন জীবন।
ভুলে যেও, কষ্ট দিতে চাই না
স্মৃতিগুলো প্রতিনিয়তই কষ্ট উড়ায়।
কথা রাখার জন্য কথা দেওয়া
শেষমেশ দিয়ে যায় নীরবতা।
সবাই বলে ভাল থেকো!
অথচ, খারাপ রেখেই চলে যাচ্ছে।
মুহূর্তেই ভেঙ্গে পড়ে অবিশ্বাসে।
ইচ্ছেগুলো মিলে যায় বলে, যে সম্পর্কের শুরু
সেই সম্পর্ক শেষ হয় দুটি মনের অমিলে।
পুরোটা পথ পাড়ি দিবে বলে হাতটা ধরে
কিছুটা পথ না যেতেই হাতটা হয়ে যায় একা।
আমৃত্যু পাশে থাকার কথা ছিলো
ক্ষুদ্র জীবনের অর্ধেকটাও একসাথে কাটানো হয়নি।
এক ছাদের নীচের রঙিন স্বপ্নটা
একটা সময় বিলীন হয় একই আকাশের দুই বর্ণে।
স্বার্থহীনভাবে যারা হৃদয় সঁপেছিলো
তারা আজ ফিরে গেছে কোন স্বার্থে?
সুখের সঙ্গী হয়ে যার আগমন
সে চলে যায় দুঃখের খোরাক হয়ে।
যাকে ছাড়া ছিলো বাঁচা অনিশ্চিত
তাকে ছাড়াই জন্ম নিচ্ছে নতুন জীবন।
ভুলে যেও, কষ্ট দিতে চাই না
স্মৃতিগুলো প্রতিনিয়তই কষ্ট উড়ায়।
কথা রাখার জন্য কথা দেওয়া
শেষমেশ দিয়ে যায় নীরবতা।
সবাই বলে ভাল থেকো!
অথচ, খারাপ রেখেই চলে যাচ্ছে।
0 মন্তব্যসমূহ