বুলেট কিংবা ফুল
- ইমরান ইভান
যে কাউকে নিয়েই হয়তো খেয়ে পড়ে বেঁচে থাকা যায়
কিন্তু সত্যিকারের ভালোবাসা ছাড়া বাঁচা যায়না।
ভালোবাসার সম্পর্কগুলো হতে হয় নিঃস্বার্থ পবিত্র
আমাদের মনকে সবচেয়ে বেশি পিড়া দেয় চাহিদা
এখানে পাওয়া না পাওয়া, বিশ্বাস অবিশ্বাসের খেলা থাকে।
বিশ্বাস না থাকলে চেনা পথেও হাটতে ভয় লাগে,
চেনা মানুষের হাতগুলোও মনে হয় ভরসাহীন।
বিশ্বাসী মানুষটার হাত ধরে অন্ধকারেও
অচেনা পথটা অকাতরে পাড়ি দেওয়া যায়।
দেনা-পাওনার হিসেবে ভালোবাসা নির্নীত হয়না।
ভালোবাসার কোন ধরন বা সমান সমান সমীকরণ নেই
প্রত্যেকেই তার নিজের মতো করে ভালোবাসে।
একহাতে ফুল আর অন্য হাতে বুলেট রেখে
প্রস্তাবিত প্রেমে প্রত্যাখ্যান হয়ে
রাজপথে মিছিলে মিছিলে শ্লোগান উঠে ভালোবাসি।
আসলে আমরা ভালোবাসার পরিবর্তে অধিকার চেয়েছিলাম
আমরা চাই সে আমার হয়ে থাকুক
অথচ আমাদের চাওয়ার কথা ছিলো
সে ভালোবাসা হয়ে থাকুক।
স্বাধীনতা পেলেই যে আলাদা হয়ে যাবে
তাকে দাস বানিয়ে রাখা যায় প্রেমিক-প্রেমিকা করে নয়।
যে পাখিকে উড়তে দিলেই অন্য আকাশ খুঁজে নেয়
সেই পাখিকে খাঁচায় বন্দি রেখে পোষ মানানো যায়না।
ভালোবাসা ছাড়া টেনেটুনে
বড়জোর সঙ্গে থাকা যায় সঙ্গী হওয়া যায়না।
যে চলে যাওয়ার সে সুযোগ পেলেই চলে যাবে
যে থাকার সে থেকে যাবে নির্দ্বিধায়, বিশ্বাসে ভালোবাসায়।
0 মন্তব্যসমূহ