এক অন্ধ কবি
- ইমরান ইভান
আমি কবি, এক অন্ধ কবি।
আমি সবকিছু দেখেও
না দেখার ভান করি।
আমি কবি, এক অন্ধ কবি।
আমি শাসকদের অত্যাচার দেখে
চোখ বুজে সহ্য করি।
আমি কবি, এক অন্ধ কবি।
আমি দুর্গম সাহসের কথা বলি,
কিন্তু ক্ষিন মৃত্যু ভয় আমাকে গ্রাস করে।
আমি কবি, এক অন্ধ কবি।
মুখভরা নীতি কথা বলি,
আর অন্তরে দুর্নীতির দুরভিসন্ধি করি।
আমি কবি, এক অন্ধ কবি।
সন্তানহারা মায়ের আর্তনাদে-
শোকাতুর হই, সমব্যাদনা জানাই।
আবার আমিই মায়ের বুক খালি করার খেলা খেলি।
আমি কবি, এক অন্ধ কবি।
স্বামীহারা নারীর কান্না দেখে চোখের জল ফেলি
এই চোখেই আবার নারীর বক্ষে কু-দৃষ্টি রাখি
আমি কবি, এক অন্ধ কবি।
আমি সবকিছুই দেখি, জানি, বুঝি, ঘৃনা করি।
আবার এই ঘৃন্য কাজগুলো হচ্ছে;
আমার চিন্তায়, আমার ইন্ধনে, আমার'ই হাতে।
আমার কি দোষ?
আমাকে দেখে তোমরা কি প্রতিবাদ করেছ,
তবে তোমরাও কি অন্ধ কবি নও?
0 মন্তব্যসমূহ