প্রতিশোধ
- ইমরান ইভান
একদিন আমারে দেইখা তোমার প্রচুর হিংসা হইবো।
'ভালো থেকো' বইলা যে মানুষটারে ছাইড়া গেছিলা,
তার ভালো থাকা দেইখা তোমার হিংসা হইবো।
তোমার জন্য দেবদাস না হইয়া, চোখে সানগ্লাস লাগাইয়া-
তোমার সামনে দিয়া হাঁইটা যাওয়া দেইখা তোমার হিংসা হইবো।
রিকশার অপেক্ষায় রাস্তায় দাঁড়াইয়া লেটেস্ট মডেলের-
ব্যক্তিগত গাড়ির ভেতর আমারে দেইখা তোমার হিংসা হইবো।
মোবাইল স্ক্রলিং করতে করতে সোস্যাল প্লাটফর্মে-
আমার ওয়ার্ল্ড ট্যুরের ছবি দেইখা তোমার হিংসা হইবো।
যে মানুষটারে একা রাইখা চইলা গেছিলা,
তার পাশে অন্য মানুষ দেইখা তোমার হিংসা হইব।
আমার এতো এতো টাকা, জনপ্রিয়তা, ভালো থাকা দেইখা-
তোমার হিংসা হইবো।
ভাবতেছ তোমার এমন হিংসায় জ্বলেপুড়ে যাওয়া দেইখা-
আমার প্রচুর পৈচাশিক আনন্দ হইবো?
না।
তখন তোমারে নিয়া ভাববার মত কোন সময়ই থাকব না আমার হাতে।
তুমি আমার এখনকার দারিদ্রতাকে ভলোবাসতে পারতেছ না,
তখনকার প্রাচুর্যকেও ভালোবাসতে পারবা না।
আসলে তুমি আমারেই ভালোবাসতে পারো নাই।
প্রেমে ব্যার্থ হইয়া সবাই জীবন নষ্ট করে না, সুইসাইড করে না,
কাপুরুষের মতো নিজেরে শেষ কইরা দেয় না।
কেউ কেউ দেখাইয়া দেয় আমিই জয়ী, তুমি পরাজিত।
0 মন্তব্যসমূহ