স্মৃতির অনুভূতি
- ইমরান ইভান
সেই দিনটার কথা মনে আছে তোমার?
প্রথম যেদিন বলেছিলে "ভালবাসি"।
আমিতো লজ্জায় লাল!
একটা কথাও বলিনি সেদিন,
তার পরদিন না, তার পরদিনও না।
চতুর্থ দিন তোমাকে জড়িয়ে ধরেছিলাম।
সেদিনের সেই উষ্ণতা আমি আজও অনুভব করি।
প্রথম যেদিন বলেছিলে "ভালবাসি"।
আমিতো লজ্জায় লাল!
একটা কথাও বলিনি সেদিন,
তার পরদিন না, তার পরদিনও না।
চতুর্থ দিন তোমাকে জড়িয়ে ধরেছিলাম।
সেদিনের সেই উষ্ণতা আমি আজও অনুভব করি।
এক শরতে কাশবনে ঘুরতে গিয়ে,
আমার পায়ে কাটা ফুটেছিল।
তুমি আমায় কোলে নিয়ে অনেকটা পথ হেটেছিলে।
সেই আশ্রয় আমি আজও খুজি।
সারাদিন টিপ, টিপ বৃষ্টি হচ্ছে।
তুমি বৃষ্টি ভেজা একটা কদম ফুল এনে
আমার খোপায় গুঁজে দিয়েছিলে।
বৃষ্টি হলে আজও আমি কদমের গন্ধ পাই।
একবার এক মেলায় লোকের ভীরে তোমাকে হারিয়ে
আমি বাচ্চাদের মত হাউমাউ করে কাঁদছিলাম।
তুমি এসে তোমার দুহাতে আমার চোখের জল মুছে দিয়েছিলে।
অশ্রুভেজা চোখ আজও সেই কোমল দুটি হাত খুঁজে।
যেদিন তোমাকে সত্যি সত্যিই হারিয়ে ফেললাম;
সেদিন অসাড় হয়ে গিয়েছিল আমার সমস্ত অনুভূতি,
দাও দাও আগুন লেগেছিলো আমার স্বপ্নঘরে।
কতদিন কেটে গেলো, কতদিন কেটে যাচ্ছে
হয়তো আরো অনেকদিন কেটে যাবে,
তোমার স্মৃতির অনুভূতি হৃদয় থেকে তবুও কাটেনা।
মনে আছে তোমার?
নূপুর এনে পায়ে পড়িয়ে দিবে বলেছিলে।
নূপুর এনেছ ঠিকই,
পড়িয়েছ অন্য কারো পায়ে।
তোমার স্মৃতির অনুভূতি হৃদয় থেকে তবুও কাটেনা।
মনে আছে তোমার?
নূপুর এনে পায়ে পড়িয়ে দিবে বলেছিলে।
নূপুর এনেছ ঠিকই,
পড়িয়েছ অন্য কারো পায়ে।
0 মন্তব্যসমূহ