Tomar Chokh Eto Lal Keno - Nirmalendu Goon

কবি নির্মলেন্দু গুণের তোমার চোখ এত লাল কেন কবিতাটি একটি জনপ্রিয় কবিতা।
এটি একটি রোম্যান্টিক প্রেমের কবিতা। এই কবিতায় কবির প্রেমহীন জীবনের আক্ষেপও প্রকাশ পেয়েছে। নিশিকাব্যের কবি নির্মলেন্দু গুণ ২১ শে জুন ১৯৪৫ সালে
নেত্রকোনার বারহাট্টায় জন্মগ্রহন করেন।

কবি নির্মলেন্দু গুণের তোমার চোখ এত লাল কেন কবিতাটি একটি জনপ্রিয় কবিতা। এটি একটি রোম্যান্টিক প্রেমের কবিতা। এই কবিতায় কবির প্রেমহীন জীবনের আক্ষেপও প্রকাশ পেয়েছে। নিশিকাব্যের কবি নির্মলেন্দু গুণ ২১ শে জুন ১৯৪৫ সালে নেত্রকোনার বারহাট্টায় জন্মগ্রহন করেন।



তোমার চোখ এত লাল কেন - নির্মলেন্দু গুণ


আমি বলছি না ভালোবাসতেই হবে , আমি চাই
কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,
শুধু ঘরের ভেতর থেকে দরোজা খুলে দেবার জন্য ।
বাইরে থেকে দরোজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত ।

আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই
কেউ আমাকে খেতে দিক । আমি হাতপাখা নিয়ে
কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না,
আমি জানি, এই ইলেকট্রিকের যুগ
নারীকে মুক্তি দিয়েছে স্বামী -সেবার দায় থেকে ।
আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক :
আমার জল লাগবে কি না, নুন লাগবে কি না,
পাটশাক ভাজার সঙ্গে আরও একটা
তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কি না ।
এঁটো বাসন, গেঞ্জি-রুমাল আমি নিজেই ধুতে পারি ।

আমি বলছি না ভলোবাসতেই হবে, আমি চাই
কেউ একজন ভিতর থেকে আমার ঘরের দরোজা
খুলে দিক । কেউ আমাকে কিছু খেতে বলুক ।
কাম-বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে
জিজ্ঞেস করুক : 'তোমার চোখ এতো লাল কেন ?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ