কাগজের প্রেম - ইমতিয়াজ মাহমুদ

 Kagojer Prem - Imtiaz Mahmud 

Kagojer Prem - Imtiaz Mahmud


চোখ থেকে জল পড়ে জল থেকে যদি
ভেসে ভেসে চলে যাই মাছরাঙা নদী
সেখানে কি পাবো আমি কোন খড়কুটো
পেলে ঠিক ধরে নেবো হাতে একমুঠো
তাকে ধরে চলে যাবো রোদে পোড়া দ্বীপ
হাতে ধরা কুটো আর হাতে ধরা ছিপ
হোক না প্রবাল তলে তরুণীর বাসা
ছিপ গেঁথে তুলে নেব তার ভালোবাসা
তার আসা তার বসা তার চলাচল
চলে গেলে ভেসে যাব ভেসে ভেসে জল
জেনে নেব কে আপন কে আসলে পর
ডুবে যদি যাব তবু হাতে থাক খড়
কে কোথায় ডুবে যায় কোথায় যে তীর
মাছরাঙা নদীতে সে তরুণী কুমির।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ