একটু ভালোবাসতে পারনা? - ইমরান ইভান

 Bengali Poetry " Ektu Valobaste Parona?"
 By Imran Ivan 

একটু ভালোবাসতে পারনা? - ইমরান ইভান


শোনলাম, আজকাল নিজের দায়িত্ব নাকি নিজেই নিতে পার।
একটুখানি আমার দায়িত্বটা নিতে পারনা?
অন্যের প্রয়োজনে অনায়াসেই সাহায্যের হাত বাড়িয়ে দাও।
তোমাকে যে আমার এত প্রয়োজন, একটু সাহায্য করতে পারনা?
ক্লাসে, বিতর্কে, দৌড়ে, নাচে, গানে সবসময়ই নাকি ফার্স্ট হও।
রিলেশনে এত পিছায় আছ ক্যান,
একটু প্রেম-টেম করতে পারনা?
শোনেছি, হাতের সেবায় সারিয়ে তোল মুমূর্ষু রোগীকে।
এই যে রোজ তোমার চোখের সামনে মরে যাচ্ছি,
কই আমাকে বাঁচাতে পারনা?
দৃঢ়কণ্ঠে কতজনকে সাহস দাও সামনে এগিয়ে যেতে।
ছোট্ট কথাটা ভয়ে যে তোমাকে বলতে পারছিনা,
একটু সাহস দিতে পারনা?
কতকিছুইতো পার; হাসতে পার, কাঁদতে পার, চোখের ইশারায় মারতে পার।
একটু ভালোবাসতে পারনা?


---একটু ভালোবাসতে পারনা?
--- ইমরান ইভান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ