তোমায় আমি - জীবনানন্দ দাশ

 Tomay Ami - Jibanananda Das 

Tomay Ami - Jibanananda Das

 
তোমায় আমি দেখেছিলাম বলে ,
 তুমি আমার পদ্মপাতা হলে।
 শিশির কণার মতন শূন্যে ঘুরে,
 শুনেছিলাম পদ্মপত্র আছে অনেক দূরে,
 খুঁজে খুঁজে পেলাম তাকে শেষে।

 নদী সাগর কোথায় চলে বয়ে
 পদ্মপাতায় জলের বিন্দু হয়ে
 জানি না কিছু-দেখি না কিছু আর
 এতদিনে মিল হয়েছে তোমার আমার
 পদ্মপাতার বুকের ভিতর এসে।

 তোমায় ভালোবেসেছি আমি, তাই
 শিশির হয়ে থাকতে যে ভয় পাই,
 তোমার কোলে জলের বিন্দু পেতে
 চাই যে তোমার মধ্যে মিশে যেতে
 শরীর যেমন মনের সঙ্গে মেশে।

 জানি আমি তুমি রবে-আমার হবে ক্ষয়
 পদ্মপাতা একটি শুধু জলের বিন্দু নয়।
 এই আছে, নেই-এই আছে নেই-জীবন চঞ্চল;
 তা তাকাতেই ফুরিয়ে যায় রে পদ্মপাতার জল
 বুঝেছি আমি তোমায় ভালোবেসে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ