Utsorgo - Imtiaz Mahmud
কড়াইয়ে তপ্ত আমার মগজ|
দেয়া হবে আজ কার পেয়ালায়,
চোখ রাখো মন কারা আসে যায়
উনুনে পোড়াও ধূসর কাগজ।
গাড়ুগুলো ভরো রক্ত ঢেলেই
উদাম সাজাও গেলাস রুপার
গুনে দেখো মোট কতগুলো হাড়
পোড়ানো হয়েছে আমার হেঁসেলে।
জীবগুলো সব হয়েছে অধীর।
হৈ চৈ নয়। একদম চুপ।
টেবিলে এবার জ্বেলে দাও ধূপ,
শেয়ালেই খাক আমার শরীর।
মনে রেখো, চোখ নেয় যেন খোঁজ
পৃথিবীর পথে কবির এ ভোজ।
দেয়া হবে আজ কার পেয়ালায়,
চোখ রাখো মন কারা আসে যায়
উনুনে পোড়াও ধূসর কাগজ।
গাড়ুগুলো ভরো রক্ত ঢেলেই
উদাম সাজাও গেলাস রুপার
গুনে দেখো মোট কতগুলো হাড়
পোড়ানো হয়েছে আমার হেঁসেলে।
জীবগুলো সব হয়েছে অধীর।
হৈ চৈ নয়। একদম চুপ।
টেবিলে এবার জ্বেলে দাও ধূপ,
শেয়ালেই খাক আমার শরীর।
মনে রেখো, চোখ নেয় যেন খোঁজ
পৃথিবীর পথে কবির এ ভোজ।
0 মন্তব্যসমূহ