প্রেমে পরলে পুরুষ হয়ে যায় বোবা - মুসাইব হাসান সায়ীদ

প্রেমে পরলে পুরুষ হয়ে যায় বোবা  মুসাইব হাসান সায়ীদ
কবিঃ মুসাইব হাসান সায়ীদ

প্রেমে পরলে পুরুষ হয়ে যায় বোবা 
- মুসাইব হাসান সায়ীদ 


প্রেমে পড়লে মেয়েরা হয়ে ওঠে মায়ের সহজাত 
সুদুর নীলিমা নেমে আসে হাতের খুব কাছাকাছি
হাসি হয়ে উঠে শতাব্দীর সেরা আবিস্কৃত মেডিসিন 
জাদু বিদ্যায় পারদর্শী করে সমস্ত শরীর ।

প্রেমে পড়লে ব্যপক শব্দ আবিস্কার করে নারী
অভিধানে যুক্ত করে বাহারী মায়ার কথোপকথন
ইশ্বরের অট্টালিকায় ঘুরে আসে প্রতিনিয়ত
আয়না হয়ে উঠে নিত্য প্রয়োজনীয় আসবাব।

প্রেমে পড়লে মেয়েরা হয়ে উঠে যুবতী রাতের জোৎস্না 
ফিনিক্স জীবন আয়ত্বকরে ঘুরে আসে টাইম মিশিং
বক্ষে ধারন করে সবুজ পাতার অবুঝ মঞ্চ
সমুদ্র স্নান শেষে নিজেকে ভাবে ভোরের প্রথম জুঁইফুল।

প্রেমর পড়লে মেয়েরা হয়ে উঠে সৌরশক্তির ক্যাসেট
ছয় ঋতুর সংমিশ্রণে পৃথিবীতে আনে মায়াময় ঋতু
পাহাড়ী ছন্দে সাঁওতালি গানে চোখে কাজল আকে
পুরাণ থেকে নামিয়ে আনে সারেনদের আশ্চর্য সুর। 

প্রেমে পরলে পুরুষ হয়ে যায় বোবা নিঃসঙ্গ একা
প্রেমে পরলে পুরুষ হয়ে যায় নির্জনতার সমার্থক ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ