উঠ মানুষ জেগে উঠ
ডাকছি তোমাদেরকে।
সকল বাঙ্গালী মিলে
গড়বো এই দেশটাকে।
স্বাক্ষরতা চাই শতভাগ
চাইনা নিরক্ষরতা।
ছাত্র যারা আসবে তারা,
নিয়ে খুশীর বারতা।
খেলার মাঠে বিজয় নিয়ে
পাল্টা জবাব দিয়ে।
উড়াবো আমরা বিজয় নিশান
সাহসে বুক ফুলিয়ে।
অর্থনীতিতে আনবো মোরা
সাফল্য গাঁথা মালা।
থাকবো সবাই শান্তি সুখে,
কাটবে না অনাহারে বেলা।
আছে যত অন্যায় অবিচার
রুখবো দু’হাত দিয়ে।
অন্ধকার দূর করে
আসবো আলো নিয়ে।
দুর্নীতির করে ইতি
নীতিকে জানাই প্রীতি।
সবাই মিলে শপথ করি,
এসো বাংলাদেশ গড়ি।।
0 মন্তব্যসমূহ