নষ্ট ছোঁয়ায় ফুল ঝড়ে - ইমরান ইভান

 

ধর্ষনের বিরুদ্ধে বাংলা কবিতা নষ্ট ছোঁয়ায় ফুল ঝড়ে - ইমরান ইভান


নষ্ট ছোঁয়ায় ফুল ঝড়ে

- ইমরান ইভান


মেয়েটি চুল বেনি করে স্কুলে যাচ্ছিলো,

স্কুলে বান্ধবিদের সাথে বেনি দুলিয়ে

এক্কাদোক্কা খেলবে বলে।

পাড়ার মোড় থেকে নিখোঁজ হয়ে

মেয়েটি হয়ে গেলো শোক সংবাদ।

বিকৃত চোখের উত্তাপে ভস্ম হয়ে গেলো;

একটা জীবন, একটা পরিবার, তাদের সামাজিক সম্মান।

পরিবারের ঝড়ে যাওয়া যে মেয়েটিকে ধর্ষিতা বলা হলো,

সে আসলে একটা ফুল।

যেটি খুব যত্নে একটি বাগানে বেড়ে উঠছিল।

ফুল বাগানে থাকুক, হাতে থাকুক অথবা

মাটিতে থাকুক ফুল ফুলই থাকে।

আমরাই কেবল ফুলকে গাছ থেকে ছিঁড়ে নষ্ট করি।

ফুল কলঙ্কিত হয়না,

কলঙ্কিত আমরা যাদের নষ্ট ছুঁয়ায় ফুলটা ঝরে পড়ে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ