ভালবাসা এক অদ্ভুদ অনুভূতি

valobashar galpo

 

ভালবাসা থাকে প্রেমিকার লেইস-ফিতার ভাঁজে।ভালবাসা থাকে প্রেমিকের বুক পকেটে।
যে মেয়েটা রাত জেগে পুডিং বানায় প্রেমিককে খাওয়াবে বলে,তার এই ভালবাসায় মধু ছিলো।যদিও পুডিংয়ে চিনির চেয়ে লবনের পরিমাণটা বেশি ছিলো।
যে ছেলেটা ভোরের ট্রেনে এসে একবেলা দেখা করে রাতের ট্রেনে ফিরে গেছে,তার ভালোবাসায় সুখ ছিলো।যদিও সে টাকা বাঁচিয়ে প্রেমিকাকে কিছু কিনে দিবে বলে স্ট্যান্ডিং টিকেটেভ্রমন করেছিলো।
ভালবাসা এ এক অদ্ভুদ অনুভূতি,সে হাসবে, আপনি আনন্দ পাবেন।ভালবাসা এ এক অদ্ভুদ অনুভূতি,সে কাঁদবে, আপনি কষ্ট পাবেন।ভালবাসা এ এক অদ্ভুদ অনুভূতি,মানুষ হারিয়ে যাবে, তবুও ভালবাসা থাকবে ।।

©ইমরান ইভান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ