যেতে পারি, কিন্তু কেন যাবো? - শক্তি চট্টোপাধ্যায়

 

Poem - কবিতা | Shakti Chattopadhyay - শক্তি চট্টোপাধ্যায় | যেতে পারি, কিন্তু কেন যাবো? - শক্তি চট্টোপাধ্যায় | jete pari kintu keno jabo shakti chattopadhyay Bangla Kobita | Bengali poem

যেতে পারি, কিন্তু কেন যাবো?
- শক্তি চট্টোপাধ্যায়


ভাবছি, ঘুরে দাঁড়ানোই ভালো।

এতো কালো মেখেছি দু হাতে

এতোকাল ধরে!

কখনো তোমার ক’রে, তোমাকে ভাবিনি।


এখন খাদের পাশে রাত্তিরে দাঁড়ালে

চাঁদ ডাকে : আয় আয় আয়

এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে

চিতাকাঠ ডাকে : আয় আয়


যেতে পারি

যে-কোন দিকেই আমি চলে যেতে পারি

কিন্তু, কেন যাবো?

সন্তানের মুখ ধরে একটি চুমো খাবো


যাবো

কিন্তু, এখনি যাবো না

তোমাদেরও সঙ্গে নিয়ে যাবো

একাকী যাবো না, অসময়ে।।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ