দুঃসাহস অথবা সম্ভাবনা - মুসাইব হাসান সায়ীদ

 

দুঃসাহস অথবা সম্ভাবনা - মুসাইব হাসান সায়ীদ
ছবিঃ মুসাইব হাসান সায়ীদ


দুঃসাহস অথবা সম্ভাবনা

--- মুসাইব হাসান সায়ীদ


আধুনিক মেসেঞ্জার ,হোয়াটসঅ্যাপ,ফেইজবুকের নিচে 
চাপা পড়ে যাচ্ছে আমার সময়,আমার ভালোবাসা।
ডান হাতে এক গ্লাস গাঢ় লাল দীর্ঘশ্বাস
বাম হাতে করুণ এক ধোঁয়াশে নিঃশ্বাস ।

বহুকাল একা আমি আরো একা হয়ে যাচ্ছি 
আমার ছায়া আমার সঙ্গে  অস্পষ্ট হচ্ছে ।

তাই চলে যাচ্ছি,নগর সভ্যতায় অস্পষ্ট হিসাব কষে 
রাষ্ট্র প্রধানের কাছে জমা দিবো প্রতারক প্রেমিকা
দিগন্ত রেখায় মেলে ধরবো প্রেমহীন প্রজন্মের ইতিহাস।

তারপর চলে যাবো ভোল্গা নদীর তীর ছুঁয়ে
অষ্টাদশী প্রেমিকার একান্ত মায়ার সমীকরণ শিখতে
পদ্ম ভোজীদের কাছে গত জন্মের স্মৃতি জমা দিয়ে
সারনদের গান শুনে কিছুক্ষণ ঘুমাবো সমুদ্র স্নানে ।

তারপর আমি চলে যাবো আদিম সভ্যতার শুরুতে
যেখানে দিগন্ত জুড়ে সবুজের জলরাশি। 
আবিস্কার হয়নি অহংকার ঘৃণা আর প্রতারণা 
স্মৃতির সড়ক এখনো পায়নি শূন্যেতার ধারনা ।

অবশেষে খুজে নিবো সভ্যতার অনাবিষ্কৃত
প্রেমের বিশাল ভান্ডার
এবং পৃথিবীর বুকে পাঠিয়ে দিবো প্রেম এবং
স্নিগ্ধ মায়ার বৃষ্টিপাত ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ