অনীহা
লেখা:শেলী নাজ
অনীহা, আমিও জানি কত ক্রূর তার তেতো স্বাদ
চুম্বনের পর ফুটে থাকে নোনা অভ্র, বিষফুল
সম্পর্করহিত ডালে আর লুব্ধ নীল হাওয়ায়
জড়ো হয় শীতরেণু, অনিচ্ছুক তোমার আঙুল
এসেছি অনেক দূর তোমাদের ধাঁধাকুঞ্জ ফেলে
আঙরাখা খসে তবু জাগে গত জীবনের লাশ,
বিল্বপত্রমোড়া মমি জানে তার লুকোনো গুঞ্জন
বালিয়াড়ি ভেঙে খুঁজি বিন্দুজল, এমন প্রবাস
তোমার অনীহা আজও লেগে আছে আমার বিরহে
চাঁদের রোয়ার মতো যেন কালো রাত্রিটির দেহে!
0 মন্তব্যসমূহ