ঘুম ভাঙার পর – সুনীল গঙ্গোপাধ্যায়

 
Ghum Vangar Por Poem By Sunil Gangopadhyay


ঘুম ভাঙার পর 
– সুনীল গঙ্গোপাধ্যায়


ঘুম ভাঙার পর যেন আমার মন ভালো হয়ে যায়।
হলুদ-তেল মাখা একটি সকাল,
ঝর্নার জলে বৃষ্টিপাতের মতন শব্দ
ঝুল বারান্দার সামনের বাগানে কেউ হাসছে
শীতের রোদ্দুরের মতন।

কিছু ভাঙছে, কিছু খসে যাচ্ছে
বইয়ের পাতায় কার আঙুল, এখুনি যাবে অন্য পাতায়।
দিগন্ত থেকে ভেসে আসছে বিসর্জনের সুর
ঘুম ভাঙার পর যেন আমার মন ভালো হয়ে যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ