চুম্বন – বুদ্ধদেব বসু

 

Buddhadeva Bose - বুদ্ধদেব বসু বিংশ শতাব্দীর একজন প্রভাবশালী বাঙালি কবি, প্রাবন্ধিক, নাট্যকার, কথাসাহিত্যিক, অনুবাদক, সম্পাদক ও সাহিত্য-সমালোচক ছিলেন।

চুম্বন
 – বুদ্ধদেব বসু


জানো তো, কী হয়েছিলো কাল রাতে – আমি
চেয়ারে ছিলাম যবে বসে?
হাসছ? শুনেই নাও সব কথা; পরে
তোমরাই বোলো-কার দোষ এ।

নভেল পড়ছিলাম ; দমকা হাওয়ায়
নিবে গেলো হঠাৎ আলোটা,
ঠাণ্ডা হাওয়ায় হাত মুছে নিলো এসে
কপালের ঘাম ফোঁটা-ফোঁটা।

ভারি ভালো মনে হলো কালো অন্ধকার,
রাস্তার আলো জানালায়,
তারপর•••তারপর যা হলো সে-কথা
ভাবিয়া এখনো হাসি পায়।

এখনো সে-কথা ভাবি ; চোখ বুজে থেকে
গড়ি সেই কালো অন্ধকার,
বই নিয়ে আজ রাতে বসিবো যখন
আলোটা কি নিবিবে আবার ?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ