আইকম বাইকম

 

সোনামণিদের ছড়া কবিতা -  Sonamonider Chhora Kobita


আইকম বাইকম

( প্রচলিত )

আইকম বাইকম তাড়াতাড়ি,
যদুমাষ্টার শ্বশুরবাড়ি।
রেল কাম ঝমাঝম,
পা পিছলে আলুর দম।
বলে গেছেন ডাক্তারবাবু,
জল সাবু পাতিলেবু।
ইষ্টিশানের মিষ্টি কুল,
সখের বাদাম গোলাপফুল।
হাত ছেড়ে দাও যাদুমনি,
যেতে হবে অনেকখানি।
কলকাতার মাথার কাঁটা,
মিদনাপুরের চিরুনি,
এমন খোঁপা বেঁধে দেব,
বেল ফুলের গাঁথুনি।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ