অচেনা মুখ — মো: সাকি আল মাসুম

 

মো: সাকি আল মাসুম

অচেনা মুখ

মো: সাকি আল মাসুম


তোমার মনের বৃষ্টিতে যতবার

ভিজতে গিয়ে হারিয়েছি নিজেকে,

শত হতে সহস্রবার

পথ ভুলে ফিরেছি আবার।


যত্নে করা তোমার ভুলগুলো,

তারপর আবার তারপরও

নিরবতায় সয়েছি শুধু

যেনো কখনও শেষ নাহয় অধিকারটুকু।


অধিকার হারানোর ভয়ের মতো

দীর্ঘ নিশ্বাসের গভীরতা যতো,

যতই চেয়েছি ততই হারিয়েছি

অযত্নে কাঁদে ভালোবাসা।


যখন ভোর হয়, শিশিরগুলো কথা কয়

আমি নিরবে শুনি নিজের নিরবতা,

সেই থেকে করেছি  যত ক্ষয়

সবকিছু আজ ধূসর স্মৃতিময়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ