তখন - শাহানা সিরাজী

শাহানা সিরাজী একজন কবি, প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক।  বর্তমানে তিনি ব্রাহ্মাণবাড়িয়া পিটিআই এ ইন্সট্রাক্টর সাধারণ হিসেবে নিযুক্ত আছেন।  তার উল্লেখযোগ্য গ্রন্থাবলি: জল পতনের শব্দে ঘুম ভাঙে, রোদের ঠোঁটে তরল চুমু, অতঃপর দ্বিতীয় পুরুষ, ঢেউ ভাঙ্গা তীরের হাতছানি ইত্যাদি।

শাহানা সিরাজী একজন কবি, প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক।  বর্তমানে তিনি ব্রাহ্মাণবাড়িয়া পিটিআই এ ইন্সট্রাক্টর সাধারণ হিসেবে নিযুক্ত আছেন।  তার উল্লেখযোগ্য গ্রন্থাবলি: জল পতনের শব্দে ঘুম ভাঙে, রোদের ঠোঁটে তরল চুমু, অতঃপর দ্বিতীয় পুরুষ, ঢেউ ভাঙ্গা তীরের হাতছানি ইত্যাদি।
শাহানা সিরাজী

তখন

- শাহানা সিরাজী


বাঁচতে চাই
যতই চিৎকার করি
দলে যাও ফেলে যাও
শ্বাসরোধ হতে হতে বেঁচে চাই

আর যদি শ্বাসরোধ হয়েই যায়
শুনি ঢাকের বাড়ি ঢোলের বাড়ি
শুনি করতানের ঝংকার শুনি বেহালার করুণ ধ্বনি

হট্টগোলের মিছিলে বার বার বহুবার শ্লোগান শুনি
তখন আমি সত্যি পাথর কিংবা ধুলি
কেউ আহত হয়
কেউ গায়ে মেখে নেয়
কোনটাই আমার ইচ্ছাতে নয়

তখন নৈঃশব্দের দেশে নীরবতার সাথে মেশানো আমি
না হাসি
না কান্না
না আবেশ
না অনুরাগ
সব লাফালাফি দাপাদাপি চলে যায় বাতাসে শিস কেটে
আমার কিছুই আসে না যায় না
নিশ্চয়ই তোমাদেরও না!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ