বদনাম - শাহানা সিরাজী

 

বদনাম - শাহানা সিরাজী

বদনাম
- শাহানা সিরাজী



হিমালয় মৌন  কেন দেহে যদি তার এতো স্রোত! 
গাঙ্গোত্রী - মানস সরোবর  হতে প্রবাহিত কেন এতো জলপথ! 
লুসাই পাহাড় বলো কেন তোমার দেহে মেঘনার কারা!

সে ধারাকে ডাকে কত নামে কত ঢেউ জাগে কতো হলাহল! 
কূলে কূলে তীরে তীরে মানুষের ঢল 
সীমানার প্রাচীরে রাখে কতো ছল! 

হিমালয় চুপচাপ বিহবল উন্মনা -
পদ্মায় এতো বাঁধ  যায় না মোটেই মানা!
উজানে আমি ভাটিতে তুমি মাঝে বহে ধারা 
পাড়ভাঙে কূলভাঙে ,  পিতার বক্ষই সারা! 

পললে পললে আবৃত বদ্বীপ মোহনায় উতলা 
রাক্ষুসে আঁছড় কেড়েছে  তার রূপের নানান ছলা!
ডিগবাজি ঢেউ, চঞ্চল ঢেউ, ফেনায়িত পল্লব-ঢেউ
বাঁধ সেঁধে তারে করেছে যেন শেকলপরা বাংলার বউ! 

বাংলার রূপসী - রূপবতী পরনে তার ছেঁড়া শাড়ি 
এখানে ওখানে ধুধু চর শুধু পদ্মা-যমুনায় নাই পানি 
লুসাইপাহাড় জিজ্ঞাস করি, কেমন আছে তোর মেঘনা 
দ্বীপের গা ছুঁয়ে ছুঁয়ে ঢেউ তুলে তুলে খোঁজে তার মোহনা 

কোটি মানুষের স্বপ্নের সাথে আছে মিশে  জীর্ণ নদীর কামনা 
যাপনে বপনে শয়নে যতনে করে যাই শুধু বেঁচে থাকার ভাবনা!  
শুকালে নদী হারাবে আশা ভালোবাসা সর্বনাশা স্রোত 
তোরে খুঁজে যাই পথে আর প্রান্তরে হিমালয়ের  এতো কেন ক্রোধ! 

ভাটির আমি মরে যাই যদি, উজান, তুমি পাবে কোন সুখ? 
 জলভরা ধারা কোথায় লুকাবে আকাশ-নদীর কোথায় মুখ? 

খলবলে উজান বিদ্যুৎ সম চমকি চমকি ছোটে 
ভাটির আমি তৃষ্ণায় মরি বাঁধন খোলে না মোটে! 

বদ্বীপ যদি হারায় মিশে  উজান তোমার হবে কী নাম ? 
হিমালয় তখন হেঁটে হেঁটে আসবে  ঘুছাতে তোমার বদনাম!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ