বিকেলটা শুধু তোমার আমার
- শাহানা সিরাজী
হৃদয়ের কলতানে
সাঁঝের আগমনে
মাতানো সময় ঝলসে ওঠে
পাখিদের গানে...
তবু মন কাঁদে
তবু মন ওড়ে
অমৃত প্রেমবিরহগাঁথা
শোলকে শোলকে বৃষ্টির জলে ভিজে
কে যেন ডাকে
কী যেন বলে
ফিসফাস ভেজাজলে!
বিজলির চমকে
হেয়ালি গমকে
বাঁশিটাও খুব কেন কাঁদে?
আমাদের বৈশাখী উন্মেষ
আমাদের রবিরাগের ধুম রেশ
বারে বারে কেন গায় -
'চারিদিকে দেখ চাহি হৃদয় প্রসারি
ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি '
জীবনের জয়গান জীবনই গায়
জীবন যেন কখনো ক্লান্ত না হয়...
0 মন্তব্যসমূহ