শাহানা সিরাজী একজন কবি, প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক। বর্তমানে তিনি ব্রাহ্মাণবাড়িয়া পিটিআই এ ইন্সট্রাক্টর সাধারণ হিসেবে নিযুক্ত আছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থাবলি: জল পতনের শব্দে ঘুম ভাঙে, রোদের ঠোঁটে তরল চুমু, অতঃপর দ্বিতীয় পুরুষ, ঢেউ ভাঙ্গা তীরের হাতছানি, সাগরসঙ্গম ইত্যাদি।
![]() |
শাহানা সিরাজী |
সাঁঝের বাতি
- শাহানা সিরাজী
সেদিন তোমায় দেখেছিলাম সাঁঝের বেলায়
তুমি সাঁঝবেলা হয়ে দাঁড়িয়েছিলে মেঘনার সীমানায়
আমি কথা বলবো বলবো ভাবতেই কথারা জড়ালো আমায়
আমার হয়নি বলা ভালোবাসি তোমায়.....
মেঘনার অথৈজলে মন ভিজিয়ে
দেখেছিলাম গোধুলির রঙ
সেই রঙ মুঠো ভরে এনে আঁচলে জড়ালে যখন
উন্মনা মেঘে যেন ভেসে চললাম
তবুও উড়েনি তবুও ফোটেনি কথার কলি
কেন বাঁধনে জড়ালে আমায়.....
ধুলোমাখা এই চোখে অকারণ জলের ধারা
দুহাত বাড়ায়ে মুছতে গিয়ে থেমে গেলাম কেন
জানি না, বুঝে নিলাম ফিরে গেলেও ফিরে যাওয়া হয় না
মায়াবী শব্দগুলো ঝুঁকে পড়ে খাতার পাতায়
শুধু হয় না পাওয়া তোমায়।
0 মন্তব্যসমূহ