হাঁটা — শাহানা সিরাজী

 
Babgla Kobita • কবিতা বাংলা • কবি •  Shahana Siraji
শাহানা সিরাজী

হাঁটা
— শাহানা সিরাজী


হাঁটা শুরু করলাম
এক পা দুই পা তিন পা 
কাছের মানুষ সরে গেলো,মাঝারি কাছের মানুষ সরে গেলো,
দূরের  মানুষও সরে গেলো-

আমার হাঁটা থামে না, 
এক সময় নিজের ছায়াও হারিয়ে গেলো! 

ছায়া নেই কেন?
নাকি আমিই নেই?
আমার চোখ নেই?

অনুভব করলাম শুধু যে দেখি না তাও নয় শুনিও না কিছুই
এবার কান গেলো,হাত গেলো,দাঁত গেলো,মাথা গেলো! 

শুধু পা দুটো চলমান। চলছেই চলছে, চলছেই চলছে...

গন্তব্য কোথায়, কোথায় গন্তব্য.. অনন্ত পথের 
নিযুত  কদম... 

বাঁক, 
বাঁক 
বাঁক 
চলছিই চলছিই জানি না কখন কোথায় কী ভাবে থামবো!
এদিকে ডায়োনিউরোপ্যাথিক পেইন সূর্যের  গতিতে চলামান...


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ