ও বরষা - শাহানা সিরাজী

 
ও বরষা - শাহানা সিরাজী


ও বরষা
— শাহানা সিরাজী


ও বরষা, ভিজিয়ে দাও আমার মন 
খোলা জানালায় রেখে চোখ 
দাও ইশারা ভরিয়ে দাও আমার প্রাণ.... 

ও বরষা, ধুয়ে দাও ধুয়ে দাও মলিনবসন
তোমার আগমনে লাগুক শিহরণ
দুহাত বাড়ায়ে  ছুঁয়ে তোমার পরশ নিয়ে 
বার বার মরি বার বার জাগি করি আলাপণ 

ও বরষা,  এসো ঝুমঝুম নিয়ে গান 
আমি একা খুব একা যাবো হেঁটে কিছুক্ষণ 
তারপর ভাসাবো ভেলা অনন্ত পথে শুধু 
তোরে ছুঁয়ে ছুঁয়ে বলবো কথা সারাক্ষণ....
বরষার গান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ