সেলুকাস বটেই — শাহানা সিরাজী

 
Shahana Siraji Poems
শাহানা সিরাজী

সেলুকাস বটেই
— শাহানা সিরাজী


হাতকাটা  লোকটার কাঁধে ঝোলানো ব্যাগ দেখে মুখ ফেরাই 
পচা অয়া থেকে পুঁজ বের হওয়া মহিলাকে দেখে মুখ ফিরাই 
অন্ধ লোকগুলোকে দেখে মুখ ফেরাই 
যে মানুষটি সম্পূর্ণ  বিকলাঙ্গ  কিন্তু পেট আছে তাকে দেখেও মুখ ফেরাই 
যে মানুষটি একটা ইনহেলারের কৌটা হাতে নিয়ে হাত পাতে তাকে দেখে মুখ ফেরাই
যে মানুষটি লাঠিতে ভর দিয়ে থরথর  কাঁপছে তার কম্পিত বাড়ানো হাতও ফিরিয়ে দিই 
শুধু মুখ ফেরাই না যারা এক কলমের খোঁচায়  কোটি কোটি টাকা গায়েব করে ফেলে 
তাদেরকে দেখে  মুখ ফিরাই না যারা মসজিদ-মন্দিরের জন্য হাত বাড়ায় 

তাদেরকেই চেয়ার ছেড়ে দিয়ে পূজো করি যারা রাতারাতি  ধোপদুরস্ত  সাহেব হয়ে যায়! 

সত্যি,সেলুকাস বটেই!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ