![]() |
যুথী কাজী |
ভালোবাসার আলপনা
- যুথী কাজী
ঢেউয়ের মত উত্তাল মনে ভালোবাসা!
লোভনীয় মায়ায় ওরা জাগায় আশা,
উদ্দীপণায় হয় স্বপ্নের জাল বোনা,
স্বপ্ন অধীরে আঁকে ভালোবাসার আলপনা!
মৃদু মৃদু ঢেউগুলো ভীষণ অস্হির,
তরঙ্গে যাবেই করে মনস্হির;
মনের মোহনায় দূরন্ত বাতাস বয়
পাগল হয় মন অশান্ত ছোঁয়ায়!
এ যেন এক ভিন্ন জীবন ,
এখানে প্রেম ডুবিয়ে নেয় মন;
অশান্ত বুকে জাগে সুখের অনুভূতি,
সুখ পাখিরা ছড়ায় ভালোবাসার জ্যোতি!
0 মন্তব্যসমূহ