অতি চালাকের গলায় দড়ি

 
Bangla New Story, Moral Story, Story For Children, Famous Story, Popular Story, Story For Child

অতি চালাকের গলায় দড়ি


একবার এক গাধা আর শেয়ালের মধ্যে গভীর বন্ধুত্ব হয়েছিল। দুই বন্ধু একদিন শিকার করতে গেল। কিছু দূর যাবার পর সামনে এক সিংহ দেখতে পেয়ে বিপদ বুঝে শেয়ালটা নিজেকে বাঁচাবার জন্যে সিংহের একেবারে কাছে গিয়ে বলল – মহারাজাধিরাজ যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। তারপর ফিসফিস করে বলল— ওই গাধাটাকে আপনার একেবারে হাতের মুঠোর মধ্যে এনে দিতে পারি। তবে কথা দিতে হবে আমাকে ছেড়ে দেবেন।
সিংহ বলল—বেশ তো, তাই হবে। কথা দিচ্ছি আমি।

সিংহের এই কথা শুনে শেয়াল গাধাটাকে ভুলিয়ে-ভালিয়ে সিংহের কাছাকাছি একটা ফাঁদের মধ্যে ফেলল।
আর এদিকে সিংহ যখন দেখল গাধাটার আর পালাবার কোনো উপায় নেই। তাই সে প্রথমেই শেয়ালটাকে খেয়ে ফেলল, তারপর ধীরে সুস্থে গেল গাধাটার কাছে।

নীতি : অন্যের সর্বনাশের চেষ্টা করলে নিজেরই ক্ষতি হয়

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ