বসন্ত উৎসব – মেঘ বসু

 
Bangla Popular Poem

বসন্ত উৎসব

– মেঘ বসু


মুঠোর ভেতর ধরে আছো যে রুমাল
জানি, সে বাসনা জড়িয়ে রেখেছে বুকে
আমার নিখোঁজ তার কাছে জমা
তার চোখে পৃথিবীর সমস্ত ইশারা
আলো, হাওয়া, গান, রৌদ্রময় ক্ষমা
আর ওই আগুনধোয়া সালোয়ার
জানি, তার নীচে হলি খেলছে শিমুল, পলাশ…
আদরেরে বসন্ত উৎসব…

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ