স্বার্থপর ঘোড়া ও তার পরিণতি

 
Bangla New Story, Moral Story, Story For Children, Famous Story, Popular Story, Story For Child

স্বার্থপর ঘোড়া ও তার পরিণতি


একটি লোক একদিন একটা ঘোড়া আর একটা গাধা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। গাধার পিঠে ছিল মস্ত বড়ো দুটো বোঝা। সে আর বইতে পারছিল না। তার খুব কষ্ট হচ্ছিল। সে তখন ঘোড়াকে বলল, ভাই, আমি যে আর চলতে পারছি না, তুমি বোঝার কিছুটা মাল তোমার পিঠে নাও ।
ঘোড়া তাতে রাজি হল না।

একটু পরেই বোঝার ভার সইতেনা পেরে গাধাটা পথের মাঝখানে মুখ থুবড়ে পড়ে গিয়ে মারা গেল। লোকটি তখন গাধা যে বোঝা বইছিল তা তো ঘোড়ার পিঠে চাপালই, এমনকি মরা গাধার ছাল ছাড়িয়ে সেটাও ঘোড়ার পিঠে চাপিয়ে দিল।
এবার ভারের চোটে ঘোড়া কোঁকাতে কোঁকাতে করুণ সুরে বিলাপ করে বলতে লাগল—আমার দুর্মতির জন্যেই আজ এই দশা হয়েছে। গাধার বোঝার খানিকটা আমি বইতে রাজি হইনি, তাই এখন তার পুরো বোঝা—এমনকি তার চামড়া পর্যন্তও আমাকে বইতে হচ্ছে।

নীতি : স্বল্প দায়িত্ব স্বেচ্ছায় গ্রহণ করলে, বড় দায়িত্ব থেকে রেহাই পাওয়া যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ