বিপ্রতীপ প্রেম
- ইমরান ইভান
যতই টানি সূক্ষ্ম কোণে
ঘুরে দাঁড়াও বিপ্রতীপ কোণে।
কেনো হাটো বক্রপথে?
ভালোবাসার বিপরীতে।
লম্ব বরাবর তির্যকভাবে,
ছেদ করে যাও হৃদয়টাকে।
চক্রাকারে চার সমকোনে
ঘুরতে থাকো আমার মনে।
সমান্তরাল পথে এসে
হাত ছেড়ে দাও অবশেষে।
আর থেকো না দ্বিমতে
এবার এসো সরল পথে।
কেন্দ্র তুমি ব্যাসার্ধ আমি
হাঁটবো তোমার বৃত্তপথে।
0 মন্তব্যসমূহ