এত হাসি কোথায় পেলে – জসীম উদ্দীন

 "এত হাসি কোথায় পেলে" জসীম উদ্‌দীনের একটি বিখ্যাত কবিতা। এই কবিতায় কবি এক শিশুর হাসির উৎস জানতে চেয়েছেন। তিনি জানতে চান, কোথা থেকে এত হাসি, এত কথার কলকলানি, এত রঙের ছোঁয়া তার মধ্যে এসেছে। এই কবিতাটি মূলত পল্লী প্রকৃতির পটভূমিতে রচিত, যেখানে কবি এক শিশুর নির্মল হাসির মধ্যে প্রকৃতির নানা উপাদান খুঁজে বের করার চেষ্টা করেছেন। তিনি শিশুর হাসিকে নদীর কলকলানি, ফুলের হাসি, লতার দোল, রঙিন পুতুল, বরণডালা, চাঁদের আলো ইত্যাদির সাথে তুলনা করেছেন।
Kobi Josim Oddin Kobita

এত হাসি কোথায় পেলে
– জসীমউদ্দীন


এত হাসি কোথায় পেলে
এত কথার খলখলানি
কে দিয়েছে মুখটি ভরে
কোন বা গাঙের কলকলানি |
কে দিয়েছে রঙিন ঠোঁটে
কলমী ফুলের গুলগুলানি |
কে দিয়েছে চলন বলন
কোন সে লতার দোল দুলানী |

কাদের ঘরে রঙিন পুতুল
আদরে যে টইটুবানি |
কে এনেছে বরণ ডালায়
পাটের বনের বউটুবানী |
কাদের পাড়ার ঝামুর ঝুমুর
কাদের আদর গড়গড়ানি
কাদের দেশের কোন সে চাঁদের
জোছনা ফিনিক ফুল ছড়ানি |

তোমায় আদর করতে আমার
মন যে হলো উড়উড়ানি
উড়ে গেলাম সুরে পেলাম
ছড়ার গড়ার গড়গড়ানি |

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ