আমরা চাষ করি আনন্দে - রবীন্দ্রনাথ ঠাকুর

 
Rabindranath Kobita

আমরা চাষ করি আনন্দে
রবীন্দ্রনাথ ঠাকুর 


আমরা চাষ করি আনন্দে।
মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে॥
রৌদ্র ওঠে, বৃষ্টি পড়ে, বাঁশের বনে পাতা নড়ে,
বাতাস ওঠে ভরে ভরে চষা মাটির গন্ধে॥
সবুজ প্রাণের গানের লেখা রেখায় রেখায় দেয় রে দেখা,
মাতে রে কোন্‌ তরুণ কবি নৃত্যদোদুল ছন্দে।
ধানের শিষে পুলক ছোটে-- সকল ধরা হেসে ওঠে
অঘ্রানেরই সোনার রোদে, পূর্ণিমারই চন্দ্রে॥

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ