রাজহাঁস ও কাকের গল্প

 
Bangla New Story, Moral Story, Story For Children, Famous Story, Popular Story, Story For Child

রাজহাঁস ও কাকের গল্প


একটা কাক ও রাজহাঁসের মধ্যে কথাবার্তা চলছিল। রাজহাঁসকে দেখে কাক একদিন দুঃখ করে বলল—তুমি কী সুন্দর দেখতে! তোমার গায়ের রং কী ধপধপে সাদা। আমিও যদি তোমার মতো সাদা হতে পারতাম! আমার রং কালো, তাই কী বিচ্ছিরিই না দেখতে আমি।

কাক ভেবেছিল যে, রাজহাঁস জলে থাকে বলেই হয়তো তার গায়ের সব ময়লা ধুয়ে ধুয়ে ফরসা হয়ে গেছে। যেই না ভাবা অমনি তার মাথায় বুদ্ধি খেলে গেল।
কাকটিও জলে নেমে পড়ল, তারপর জলে বার কয়েক ডুব দিয়ে সে পাড়ে উঠে এল। কিন্তু দেহের দিকে তাকিয়ে কাক দেখল সে যেমন আগে কালো ছিল এখনও তেমনি কালো রয়ে গেছে। তারপর কাকের মনে হল শুধু জলে নামলেই হবে না, ওই জলেই তাকে বাস করতে হবে। এই ভেবে সে দিনরাত জলেই থাকতে লাগল।

কাক যত দিন ডাঙায় ছিল এখানে ওখানে উড়ে গিয়ে কিছু না কিছু খাবার জোগাড় করতে পারত— কিন্তু জলের মধ্যে তো কাকের খাবার পাওয়া যায় না। খিদে পাওয়া সত্ত্বেও কাক জেদ করে জলে বসে থাকত। এদিকে না খেয়ে না খেয়ে সে দিন দিন রোগা হয়ে যেতে লাগল। রাজহাঁস তাকে ফরসা হবার বৃথা চেষ্টা না করতে বলল, কিন্তু কাক রাজহাঁসের কথা শুনল না। সে রাজহাঁসের মতো সাদা হবার চেষ্টা করে যেতে লাগল। এমনি করে জলে থেকে থেকে কাক সাদা হওয়া তো দূরের কথা—না খেয়ে খেয়ে দুর্বল হয়ে একদিন মারাই গেল।

নীতি : প্রকৃতিকে মেনে চলাই বুদ্ধিমানের কাজ।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ